টানবাজারে ফের ৪-১০ টাকা বেড়েছে সুতার দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-২৭ ১৪:৩৫:২৫


নারায়ণগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম পাইকারি বাজারে টানবাজার ও নরসিংদীর মাধবদীতে সুতার দাম ফের বেড়েছে।এক সপ্তাহের ব্যবধানে সব কাউন্টের সুতার দাম ৪-১০ টাকা পর্যন্ত বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে সুতা উৎপাদনের কাঁচামাল তুলার উৎপাদন কম হওয়া এবং বিশ্ববাজারে দাম বাড়ার কারণে স্পিনিং মিল মালিকরা মিল গেট থেকে বেশি দামে সুতা বিক্রি করছেন।

বাজার ঘুরে দেখা যায়, ১০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ৮০-৯৫ টাকা দরে। এক সপ্তাহ আগে একই সুতা বিক্রি হয়েছিল ৬০-৮০ টাকা পর্যন্ত। সে হিসাবে দাম বেড়েছে পাউন্ডপ্রতি ১০ টাকা।

২০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ১১৪-১২২ টাকা পর্যন্ত। একই কাউন্টের সুতা সাতদিন আগেও বেচাকেনা হয়েছিল ১১২-১১৪ টাকা দরে। সে হিসাবে দাম বেড়েছে ১০ টাকা।

রফতানি মানসম্পন্ন ২৪, ২৬ ও ৩০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ১৮২-১৮৬ টাকা দরে। একই কাউন্টের সুতা সাত-আটদিন আগেও বেচাকেনা হয়েছিল ১৭৮-১৮০ টাকা দরে। সে হিসাবে পাউন্ডপ্রতি দাম বেড়েছে ৩-৪ টাকা।

৪০ কাউন্টের সুতা বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০৮-২১২ টাকা দরে। একই সুতা বিক্রি হয়েছিল ২০৫-২১০ টাকায়। তিন-চারদিনের ব্যবধানে দাম বেড়েছে পাউন্ডপ্রতি ২-৩ টাকা।

সানবিডি/এনজে