ইউক্রেনকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৪:৫৭:৪০


রাশিয়ার ভয়াবহ আগ্রাসন মোকাবিলায় এবার ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।প্রাথমিকভাবে ইউক্রেনকে এক হাজার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশটি।

সংঘাতপ্রবণ কোনো অঞ্চলে জার্মানি অস্ত্র রপ্তানি করবে না- এ সিদ্ধান্ত থেকে সরে এসে দেশটি এ পদক্ষেপ নেওয়ার কথা জানাল। খবর বিবিসির।

এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমরা।’

এর আগে যুক্তরাজ্যের সমন্বয়ে ২৬টি দেশ ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সশস্ত্র বাহিনী মন্ত্রী জেমস হেপেই।

সানবিডি/এনজে