ইউক্রেনের যুদ্ধের প্রভাবে ডিএসইতে সূচক কমলো ১৬৩ পয়েন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৫:১৩:০১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন  সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরুর পর বিশ্ব পুঁজিবাজারে প্রভাব না পড়লেও বাংলাদেশের পুঁজিবাজারে বড় নেতিবাচক প্রভাব পড়েছে।

দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬৩পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৭ পয়েন্টে।

দিনশেষে লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০ টির, দর কমেছে ৩৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৩৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮টির, কমেছে ২৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর। সিএসইতে ৩৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস