বস্ত্র খাতের ৯৩ দশমিক ২২ শতাংশ কোম্পানির দরপতন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৬:২৩:১৯
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনে লেনদেনের সঙ্গে বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। আর এদিন বস্ত্র খাতে ৯৩ দশমিক ২২ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে বস্ত্র খাতের ৫৮টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৫৫টি কোম্পানির দর কমেছে এবং ২টির দর বেড়েছে এবং দর অপরিবর্তিত রয়েছে ২টির।
বস্ত্র খাতে দরপতন তালিকার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১২ দশমিক ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৫০.৬০ টাকা দরে। কোম্পানির ৬ হাজার ২৮৮ টি শেয়ার ১২৮ বার লেনদেন হয়।
দেশ গার্মেন্টস ১০ দশমিক ৩০ শতাংশ দর কমে বস্ত্র খাতে দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৯ টাকা দরে লেনদেন হয়। কোম্পানির ৫৭ হাজার ৭২৩ টি শেয়ার ৫৯৩ বারে লেনদেন হয়।
দরপতনের তৃতীয় স্থানে রয়েছে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল। কোম্পানির দর কমেছে ৭ দশমিক ৬০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪৭.২০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানির ৯০ হাজার ৭৫৯ টি শেয়ার ৯৭৮ বারে লেনদেন হয়।
এছাড়া, স্টাইল ক্রাফটের দর কমেছে ৭ দশমিক ১০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬ দশমিক ৮০ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৬০ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২ দশমিক ৪০ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস