এক কোটি ৮৪ লাখ টাকার হীরা মিলল ইটভাটায়
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৬:৫১:০৮
ইটভাটায় সম্প্রতি ২৬.১১ ক্যারেটের হীরা খুঁজে পাওয়া গেছে। সেই হীরা নিলামে বিক্রি হয়েছে এক কোটি ৮৪ লাখ টাকায়। হীরাটি পাওয়া গেছে ভারতের মধ্যপ্রদেশের পান্না শহরে।
সরকারি একজন কর্মকর্তা বলেছেন, সেই হীরা মধ্যপ্রদেশেই নিলামে বিক্রি হয়েছে।
হীরাটির সঙ্গে আরো বেশ কিছু টুকরো নিলামে বিক্রি হয়েছে। এছাড়া বিক্রি করা হয়েছে মোট দুই কোটি ১৫ লাখ টাকায় ৮৭টি হীরার টুকরো।
নিলামটি অনুষ্ঠিত হয়েছে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। পান্না জেলার কালেক্টর সঞ্জয় কুমার মিশ্র বলেছেন, নিলামের প্রথম দিনে ৩৬টি হীরা এক কোটি ৬৫ লাখ রুপিতে বিক্রি করা হয়। নিলামের দ্বিতীয় দিনে ৫২টি হীরা বিক্রি হয়েছে এক কোটি ৮৬ লাখ রুপিতে।
নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে ২৬.১১ ক্যারেটের হীরাটির। সেটা বিক্রি হয়েছে এক কোটি ৬২ লাখ রুপিতে, বাংলাদেশি টাকায় যা এক কোটি ৮৪ লাখের সমান।
স্থানীয় একজন ব্যবসায়ী হীরাটি কিনে নিয়েছেন। সেটি খুঁজে পেয়েছেন সুশীল শুকলা নামে এক ব্যক্তি। ছোট আকারের ইটভাটা পরিচালনা করেন তিনি। কৃষ্ণ কল্যাণপুর এলাকায় তাঁর ইটভাটা রয়েছে।
সরকারি কর্মকর্তারা বলেছেন, পান্না জেলায় বিপুল পরিমাণ হীরা রয়েছে। তবে দীর্ঘদিন পর এতো মূল্যবান হীরা পাওয়া গেল।
সূত্র: এনডিটিভি।