নিষেধাজ্ঞা আতঙ্ক, রাশিয়ান ব্যাংকেও দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৭:২৪:৫৩


রাশিয়ার ভয়াবহ আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেন। সেখানকার দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। কিন্তু ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। তীব্র লড়াই চলছে দুই পক্ষে। এই যুদ্ধ নিয়ে শুধু যে ইউক্রেনে আতঙ্ক, এমন নয়। আতঙ্ক দেখা দিয়েছে রাশিয়ানদের মধ্যেও। সারাবিশ্ব যেভাবে রাশিয়ার একতরফা হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে, জব্দ করছে সম্পদ- তাতে রাশিয়া কার্যত একপেশে হয়ে যাচ্ছে। অন্যদিকে ইউক্রেনকে দিচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র সরবরাহ।

ফলে এই যুদ্ধ সহসা শেষ হয়ে যাবে এমন কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে রাশিয়া তীব্র অর্থ সঙ্কটে পড়বে। তাই জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর মাধ্যম সুইফট ব্যবহারেও রাশিয়াকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। এসব বাস্তবায়ন হলে রাশিয়ায় তীব্র অর্থ সঙ্কট দেখা দেবে। এজন্য রাশিয়ানরা এখন ব্যাংক, এটিএম বুথ থেকে অর্থ তুলে নেয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। ব্যাংকগুলোর সামনে লম্বা লাইন। এমন পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিবৃতি দিতে বাধ্য হয়েছে। তারা বলেছে, দ্য ব্যাংক অব রাশিয়ার পর্যাপ্ত সম্পদ আছে। আর্থিক স্থিতিশীলতা ধরে রাখার পর্যাপ্ত হাতিয়ার আছে। আর্থিক মাধ্যমকে অব্যাহতভাবে অপারেশনে রাখা হবে।

ইউরোপ, যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা শনিবার ঘোষণা দিয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করবে তারা। তাদের কাছে রাশিয়ার রিজার্ভের পরিমাণ প্রায় ৬৩,০০০ কোটি ডলার। ব্যাংক অব রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে বিদেশের এসব সম্পদ তারা বিক্রি বা ব্যবহার করতে পারবে না। নিজেদের ব্যাংকে বা কোম্পানিতে ব্যবহার করতে পারবে না। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ঘোষণা করেছে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সিস্টেম সুইফট থেকে রাশিয়ার বেশ কিছু ব্যাংকে নিষিদ্ধ করা হবে।

বিশ্লেষকরা পূর্বাভাষ দিয়েছেন যে, সোমবার শেয়ার মার্কেট খুলছে। এদিন রাশিয়ার মুদ্রা রুবেলের মূল্য পতন ঘটবে। তাই আগেভাগেই রাশিয়ানরা ব্যাংক থেকে তাদের অর্থ তুলে নিতে পারেন। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্লে লোয়ারি বলেছেন, নতুন এই নিষেধজ্ঞায় রাশিয়ার অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থায় গুরুত্বর ক্ষতি হবে।

সানবিডি/এনজে