করণীয় ঠিক করতে সোমবার বৈঠকে বসছে ইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৮:২৬:৫৭
নব নিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে সোমবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের দায়িত্ব সঠিকভাবে পালন করার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়ে সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিটি নির্বাচনই একটি চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসি একই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা লাগবে। সব রাজনৈতিক দলের অংশিদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য।
এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সব নির্বাচন কমিশনারদের শপথ পাঠ করান।
এএ