ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-২৮ ১৩:১৩:৫৪


মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে জাদুয়ারচর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন— শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭)।

স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে ভ্যানে শিবচর শহরের দিকে যাচ্ছিলেন জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এ সময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যান।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ট্রাকটি ভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও ট্রাকটি আটক করা যায়নি। তবে পুলিশের একাধিক টিম নামানো হয়েছে। দ্রুতই তাদের আটক করা যাবে। নিহতের পরিবার থানায় মামলা দিলে আমলে নেওয়া হবে।