বড় পতনের ধকল কাটলো পুঁজিবাজারে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৮ ১৫:১৮:২৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৪ টির, দর কমেছে ৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৮৬ কোটি ২৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ২৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৫১ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৪টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস