টিম টাইগার্সের বিশাল হার

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৮ ১৮:৪৯:৫৮


আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দেখা মিলেছে লড়াকু বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে পারফেক্ট ক্রিকেট খেলেছে রাসেল ডমিঙ্গো’র শিষ্যরা। কিন্তু শেষ ম্যাচে তিন বিভাগেই গড়পড়তা ক্রিকেট খেলেছে স্বাগতিকরা। আফগানদের কাছে হেরেছে ৫৯ বল থাকতে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

পুরনো বাড়ি কিংবা গাড়ির রঙ চটে আলগা হয়ে যাওয়া রূপ যেনো এই বাংলাদেশ ক্রিকেট দল। টস থেকে শুরু করে ম্যাচের শেষ অবধি একের পর এক ভুল করেছেন তামিম ইকবালরা। যার খেসারত শুধু ম্যাচ হারে নয় দিতে হয়েছে ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট হারিয়ে।

প্রথম ভুলটা টস জিতে ব্যাটিং নেওয়া! ফ্রেশ উইকেটে ঘাস ছিলো। পেসারদের জন্য ছিলো সুবিধা। অধিনায়ক তামিম বলেছেন, আফগানদের শক্ত পেস আক্রমণ থাকলে শুরুতে ব্যাট করতেন না। প্রতিপক্ষকে ছোট করে দেখাই কাল হয়েছে দলের। অথচ তামিম উইকেটের সুবিধা টাইগার পেসারদের দিতে পারতেন।

শুরুতে ব্যাট করে ধীরে খেলে তামিম ১১ রান করে আউট হলেও দল ৪৩ রানের শুরু পায়। এরপর দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন সাকিব-লিটন। দেশসেরা ক্রিকেটার সাকিব ফিরে যান ৩০ রান করে। পরের ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে অলআউট হয়েছে বাংলাদেশ।

ক্রিজে এসে মুশফিক (৭) ও ইয়াসির রাব্বি (১) দাঁড়াতে পারেননি। রশিদ খানের বল না বুঝে জায়গায় দাঁড়িয়ে পেছনের পায়ে খেলতে গিয়ে আউট হন তৃতীয় ওয়ানডে খেলা রাব্বি। মাহমুদুল্লাহ (৫৩ বলে ২৯*) ক্রিজে এসে ডট খেলা শুরু করেন। চাপে পড়ে বড় শট খেলতে গিয়ে ৮৬ রানে আউট হন লিটন দাস। ১১৩ বলে সাত চারে ওই রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন।

পরে ব্যর্থ হন আফিফ (৫) ও মিরাজ (৬)। বাংলাদেশ ১৯ বল থাকতে ১৯২ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজ-এর হার না মানা ১০৬ রানের ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে আফগানরা। এই ম্যাচে দলের ফিল্ডিং ছিলো খুবই বাজে। ক্যাচ ফেলেছেন আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। ফিল্ডিংও ছিলো খাপছাড়া।

বল হাতে দারুণ দুই স্পেল করেছেন শরিফুল ইসলাম। তাঁর ওভারেই মিস হয়েছে দুই ক্যাচ। সাকিব ভালো বোলিং করেছেন। তবে তাসকিন ও মুস্তাফিজ ব্রেক থ্রু দিতে পারেননি। ওদিকে ক্রিজে দুই আফগান ব্যাটার ডানহাতি হওয়ায় নিয়মিত স্পিনার মেহেদি মিরাজকে ২০ ওভারের পরে আক্রমণে আনেন তামিম। তাঁর খাপছাড়া নেতৃত্বও ছিলো চোখে লাগার মতো।

এএ