ইউক্রেন যুদ্ধ: ইইউ প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ‍আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৮ ১৯:৩৮:২৬


রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক আহ্বান করেছে এর পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি। এই আলোচনার কেন্দ্রীয় এজেন্ডা হলো ইউক্রেনিয়ানদের জন্য জরুরি প্রয়োজন এবং তাদের জন্য ইইউয়ের সহায়তার সমন্বয়। ইইউয়ের পররাষ্ট্র বিষয়ক সমন্বয়ের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল ফন্টেলেস এক টুইট বার্তায় এ কথা লিখেছেন।

এর আগে ইউক্রেনকে অবিলম্বে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তার এ আহ্বানের জবাব দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। তিনি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সীমা বাড়ানো একটি স্পর্শকাতর বিষয়। এ ছাড়া এ নিয়ে ভিন্ন মতও আছে।

সানবিডি/এনজে