শুধু শহীদ মিনারেই মোতায়েন করা হবে…..
আপডেট: ২০১৬-০২-১৫ ১৯:০৯:৫৭
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা থাকবে। এ উপলক্ষে রাজধানীতে সাড়ে ছয় হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
আজ সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওইদিন রাজধানীসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।
তিনি জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বিঘ্নে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকবে। বিদেশি কূটনীতিকদের জন্য থাকবে আলাদা নিরাপত্তা।
সানবিডি/ঢাকা/রাআ