জনগণের প্রতি দায়বদ্ধ থেকে গবেষণা করতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৩ ১৫:৩৭:১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নত হয়েছে বলেই করোনাকালে রাষ্ট্র পরিচালনাসহ সব ধরনের কাজ অব্যাহত রাখা সম্ভব হয়েছে।
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদানের অনুষ্ঠানে বৃহস্পতিবার (৩ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে গবেষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষের দেয়া রাজস্ব থেকে গবেষণায় টাকা দিচ্ছি। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে গবেষণা করতে হবে। আপনারা যে গবেষণা করছেন, তার ফলাফল কী আসে, সেটা দেখতে চাই। কারণ গবেষণা করেই আমাদের এগিয়ে যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা আরও বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারা শিক্ষার পরিবেশ ধ্বংস করেছিল। শিক্ষার মান উন্নয়নে ক্ষমতা দখলকারীদের কোনো ভূমিকা নেই বলেও জানান প্রধানমন্ত্রী।