সিরিয়ায় হাসপাতাল, স্কুলের ওপর বিমান হানা

প্রকাশ: ২০১৬-০২-১৬ ১৭:৩১:১২


Siria Schoolশুধুমাত্র সোমবারে বিভিন্ন মিসাইল আক্রমণে প্রায় ৫০ জনের নিহত হওয়ার কথা বলেছে জাতিসংঘ৷ অথচ শুক্রবার যুদ্ধ বন্ধ হওয়ার কথা৷ ওদিকে তুরস্ক সীমান্ত থেকে ওপারে কুর্দদের দিকে গোলা দাগা হচ্ছে৷

আলেপ্পোর দক্ষিণে মারাৎ-আল-নুয়ামানে ডক্টর্স উইদাউট বর্ডার্স ত্রাণ সংগঠনের সাহায্যপ্রাপ্ত একটি হাসপাতাল মিসাইল আক্রমণের শিকার হওয়ায় প্রায় ১৫ জনের নিহত হওয়ার কথা বলেছে এমএসএফ – কিন্তু কাউকে দায়ী না করে৷ মনিটরিং গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কিন্তু বলেছে, রুশ বিমান থেকেই এই হানা চলে এবং শহরের অপর একটি হাসপাতালও আক্রান্ত হয়৷ টুইটারে এই সংবাদকে একজন নাম দিয়েছেন ‘বম্বস উইদাউট বর্ডার্স’ – সীমান্তবিহীন বোমাবাজি৷