কুবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
প্রকাশ: ২০১৬-০২-১৬ ২১:০৬:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলাকারীদের মধ্যে পুলিশ দুইজন কে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, ‘কুবির বাসে হামলাকারীদের মধ্যে হতে সিসিটিভির ফুটেজ দেখে দুজন কে আটক করা হয়েছে এবং ওই হামলার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগ্রই বাকিদের গ্রেফতার করা হবে।’
গ্রেপ্তারকৃত একজন কুমিল্লা শহরের দেশওয়ালি পট্টির নিবাস চন্দ্র সাহার ছেলে প্রশান্ত সাহা (২৫)। মঙ্গলবার বিকেলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে স্বরস্বতী পূজার র্যালি থেকে ছাত্রীদের রং নিক্ষপ করলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে র্যালি থেকে কিছু লোক এসে শিক্ষার্থীদের মারধর করে এতে একজন গুরুতর এবং প্রায় ২৫ জন আহত হন।
সানবিডি/ঢাকা/রাআ