চট্টগ্রামের বিভিন্ন মোড়ে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা এবং লিফলেট বিতরন
প্রকাশ: ২০১৬-০২-১৬ ২২:০০:২১
জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে ১৬ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন মোড়ে মাদক , ইভটিজিং,সন্ত্রাস,অপহরণ
বন্ধে জন সচেতনতামূলক সভা, লিফলেট বিতরন করা হয়। সভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: জানে আলম সিপন, জাতীয় মানবিিধকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক এম জামাল উদ্দিন, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদব মো: কামাল হোসেন, স্বাধীন কন্ঠ ডট কমের চেয়ারম্যান মো: লিয়াকত,মাদক বিরোধী শক্তি চেয়ারম্যান এস এম কামরুল হাসান,বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি এফ এফ মতিউর রহমান,সাধারন সম্পাদক মো: ফোরকান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:জাহাঙ্গীর আলম,মো:ইব্রাহিম চৌধুরী, আলী আজগর, আব্দুল মোবিন, রায়হান হোসাইন সহ অসংখ্য সচেতন নাগরিক বৃন্দ।
চট্টগ্রাম নগরীর সিটি গেইট, আকবর শাহ, অলংকার মোড়, পাহাড়তলী সরাইপাড়া, সাগরিকা রোড, ২৫ নং মধ্যম রামপুরা, নয়াবাজার, বউ বাজার,ঈদগা রুপসা বেকারী মোড়, ঝর্না পাড়া, মধ্যম রামপুরা ফয়েজ কমিশনার লেইন,হালিশহর এ ব্লক, ই পি জেড মোড়, খুলশী দিযির পাড়, বারেক বিল্ডিং মোড়, আগ্রাবাদ বাদামতলী মোড়, আগ্রাবাদ জাম্বুরী মাঠ, মোগলটুলী,আগ্রাবাদ ডেবারপাড়, কদমতলী রেল ষ্টেশন, সাবেক বরিশাল কলোনী, নিউ মার্কেট মোড়, কাজীর দেউরী মোড়, চেরাগীপাহাড় মোড় সহ বিভিন্ন এলাকার অলি গলিতে জন সচেতনামূলক লিফলেট বিতরনকালে জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক এম জামাল উদ্দিন বলেন সমাজ থেকে সকল ধরণের অপরাধ নির্মূল করতে হলে সকল পেশার মানুষকে ঐক্য হয়ে সামাজিক আন্দোলন করতে হবে তা না হলে মাদক,অপহরন,ইভটিজিং সহ অপরাধ বন্ধ করা সম্ভব নয়।
সানবিডি/ঢাকা/রাআ