মঙ্গলবার গ্রন্থমেলায় বই এসেছে ৮৪টি
প্রকাশ: ২০১৬-০২-১৭ ১১:৩৯:০৫
মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলার ১২তম দিনে মেলায় নতুন বই এসেছে ৮৪টি । বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিষয়ভিত্তিক বই:
গল্প-১৮টি, উপন্যাস-১১টি, প্রবন্ধ-০টি, কবিতা-২৪টি, গবেষণা-০টি, ছড়া-৪টি, শিশুতোষ-৭টি, জীবনী-২টি, রচনাবলী-১টি, মুক্তিযুদ্ধ-০টি, নাটক-১টি, বিজ্ঞান-২টি, ভ্রমণ ০টি, ইতিহাস-১টি, রাজনীতি-০টি, স্বাস্থ্য/চিকিৎসা-১টি, কম্পিউটার-২টি, রম্য/ধাঁধা-০টি, ধর্মীয়-২টি, অনুবাদ-০টি, অভিধান- ০টি, সায়েন্স ফিকশন-০টি এবং অন্যান্য-৮টি।
উল্লেখযোগ্য কিছু বই:
আদর্শ প্রকাশনীতে থেকে ঝংকার মাহবুবের ‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’ রবিউল করিম মৃদুলের ‘এখানে আকাশ নীল’ এবং জয়জিৎ দত্ত ‘গল্প নাকি সত্যি’, সিসটেক পাবলিকেশন্স থেকে মাহবুবুর রহমানের ‘আইসিটি অভিধান’ শিলা প্রকাশনী থেকে হোসনে আরা রহমান (বেলা) এর ‘হামদ ও নাত ও মনের মুকুরে তুমি। সব বইয়ের লিস্ট দেখতে ক্লিক করুন।
অনুষ্ঠানমালা:
বিকেল ৪:০০টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় মাহমুদ নূরুল হুদা জন্মশতবর্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন ড. নেহাল করিম, হাশেম সূফী, শামসুজ জাহান নূর, এবং মাহমুদ নুরুল হুদার ভ্রাতুষ্পুত্র এইচ এইচ মাহমুদ। সভাপতিত্ব করেন ড. এনামুল হক।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন ‘বাঁধনহারা’, নবীন কিশোরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম’ এবং ঝর্ণা আলমগীরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ক্রান্তি শিল্পীগোষ্ঠী’।
আজকের অনুষ্ঠান:
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শওকত ওসমান জন্মশতবর্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শান্তনু কায়সার। আলোচনায় অংশগ্রহণ করবেন মঈনুল আহসান সাবের, জাকির তালুকদার, নুরুল করিম নাসিম এবং জয়দুল হোসেন। সভাপতিত্ব করবেন কথাশিল্পী সেলিনা হোসেন। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সানবিডি/ঢাকা/এসএস