ছাত্রীর ওড়না ছিনিয়ে নিল ছাত্রলীগ কর্মীরা
প্রকাশ: ২০১৬-০২-১৭ ১১:৪৯:১২
বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনার দুইদিনও কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, সোমবার বিএম কলেজে ক্যাম্পাসে প্রকাশ্যে সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের এক ছাত্রীকে লাঞ্ছিত করে কতিপয় ছাত্রলীগ কর্মী। এ সময় ওই ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ও শরীর থেকে ওড়না টান দিয়ে নিয়ে যায়। লজ্জা ঢাকতে কলেজের কমনরুমে গিয়ে আশ্রয় নেন তিনি।
এ ঘটনায় নির্যাতিত ছাত্রীর স্বামী প্রতিবাদ করলে তাকে কলেজের হিসাব শাখা আটকে রেখে নির্যাতন করা হয়।
পরে কলেজে কর্তব্যরত গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই ছাত্রী ও তার স্বামীকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছানের ব্যবস্থা করে।
ওই ছাত্রীর স্বামী জানান, প্রেমের প্রস্তাবে রাজি না তার স্ত্রীকে লাঞ্ছিত করে উজ্জল, মানিক, নোয়েলসহ কতিপয় ছাত্রলীগ কর্মী। এর প্রতিবাদ করলে তার ওপরও নির্যাতন চালায় তারা।
এ ব্যপারে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম বলেন, স্থানীয় পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এছাড়া এই ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/ঢাকা/এসএস