পটুয়াখালীতে বাসচাপায় শিক্ষকসহ নিহত ২
প্রকাশ: ২০১৬-০২-১৭ ১১:৫৮:১৫
পটুয়াখালীর কমলাপুরের সৌলার এলাকায় বাসচাপায় এক স্কুল শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে সমকালকে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।
তিনি জানান, নিহত শ্রীরাম কমলাপুর উপজেলার ক্রকমহল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ফারুক পটুয়াখালীর লোহালিয়া খেয়া ঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন শ্রীরাম। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক শ্রীরাম ও মোটরসাইকেলের চালক ফারুক নিহত হন। ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছে।
সানবিডি/ঢাকা/এসএস