‘আমি প্রেম বিষয়ে পরামর্শক নই’
প্রকাশ: ২০১৬-০২-১৭ ১৫:৪৬:৫১
প্রশ্নটা সরাসরি আসেনি। তারপরও বুঝতে অসুবিধা হয়নি, ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। তাই তো ঘুরিয়ে-পেচিয়ে করা প্রশ্নেও চরম ক্ষেপে গেলেন ভারতের টেস্ট অধিনাযক বিরাট কোহলি। মুম্বাইতে এক ইভেন্টে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অগ্নিশর্মা কোহলি বললেন, ‘আমি প্রেম বিষয়ক পরামর্শক নই। এই ব্যাপারে বিশেষজ্ঞের কাছে যান।’
সম্প্রতি কোহলি-আনুশকার দীর্ঘদিনের সম্পর্ক ভাঙা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য জানতে কৌতুহলের অন্ত নেই তার ভক্তদের মধ্যে। তাই কোহলিকে কাছে পেয়েই এ বিষয়ে জানার সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। আর কোহলিও প্রশ্ন কর্তাদের এক হাত নিলেন।
তিনি প্রশ্ন করে বলেন, ‘কার সঙ্গে সম্পর্ক? সে কে? আমি প্রেম সংক্রান্ত পরামর্শক নই। তাই এ বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। দয়া করে এ নিয়ে বিশেষজ্ঞের কাছে জিজ্ঞাসা করুন।’
অবশ্য প্রশ্নটা ছিল আরো পরোক্ষ। জানতে ভারতের টেস্ট অধিনায়কের কাছে জানেতে চাওয়া হয়, বলিউডে কাউকে কিছু উপহার দিলে কাকে দেবেন? প্রশ্নটাতে সন্তুষ্ট হতে পারেননি কোহলি। উত্তরে তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি প্রথমে পরিবারের কাউকে উপহার দেব। আমি জানি না কেন এমন প্রশ্ন করা হল। এর সঙ্গে বিষয়বস্তুর যোগসূত্র কি? ক্রিকেট দলের সদস্যের কাছে এ কেমন প্রশ্ন।’
কোহলি সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি২০ দলে ছিলেন না। সম্ভবত বাংলাদেশে খেলতে এশিয়া কাপের দলে যোগ দেবেন। কোহলি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। তবে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কোহলি-আনুশকা উভয়েই।