সাংবাদিককে মেরে কান ধরে ওঠবস করাল ছাত্রলীগ
প্রকাশ: ২০১৬-০২-১৭ ১৮:০৯:৩৪
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের মিছিলের ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীল। তাকে মারধর এবং কান ধরে ওঠবস করানোর পাশাপাশি ক্যামেরায় তোলা ছবি মুছেও দিয়েছে ছাত্রলীগ নেতারা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
জুয়েল শীল দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম অফিসে আলোকচিত্রী হিসেবে কর্মরত আছেন।
চমেক ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কলেজ ছাত্রলীগ এবং ছাত্রসংসদের নেতাকর্মীরাও মিছিলে ছিলেন।
জুয়েল শীল জানান, বেলা সোয়া দুইটার দিকে চমেক ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলকারীরা প্রবর্তক মোড়ে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বাধা দেয়। এসময় একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য পথ তৈরি করে দেয়। অ্যাম্বুলেন্সের পেছন পেছন একটি মোটরসাইকেল যেতে চাইলে ওই মোটরসাইকেল আরোহীকে মারধর করতে থাকে ছাত্রলীগ নেতারা।
মোটরসাইকেল আরোহীকে মারধরের চিত্রটি ক্যামেরায় ধারণ করার পর রাশেদের নেতৃত্বে ছাত্রলীগ নেতারা এসে জুয়েলকে মারধর শুরু করে। এসময় সংসদের ভিপি নাবিদ আনজুম তানভিরও ছিলেন। তার ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে ছবিগুলো মুছে দেয়।
এরপরও জুয়েলকে আটকে রেখে সাত আটজন মিলে কিল ঘুষি এবং লাথি মারতে থাকে। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তাকে কান ধরে ওঠবস করায়। এরপর প্রায় ২০ মিনিট আটকে রেখে তাকে ছেড়ে দেয়।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, প্রথম আলোর একজন সাংবাদিককে লাঞ্চিত করেছে। উনি (সাংবাদিক) থানায় জিডি করেছেন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।