সূচকের উর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

প্রকাশ: ২০১৬-০২-১৮ ১৩:১২:৩৮


dse-600x331ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা পর্যন্ত সূচকের উত্থানে লেনদেন চলছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে মিশ্রধারায়। এদিন ডিএসইতে পৌনে ২ ঘণ্টায় ১৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৮ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের দেড় ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।