নওগাঁ জেলা রোভারের কার্য নির্বাহী কমিটির সভা

প্রকাশ: ২০১৬-০২-১৮ ১৪:০৬:১৮


Armasnবাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা রোভারের আয়োজনে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিগত বছরের দুটি কার্যক্রমের তথ্য উপস্থাপন সহ নওগাঁ জেলা রোভার স্কাউট মেট ও ব্যাজ কোর্স আয়োজন, ইউনিট ভিত্তিক রোভার পল্লী নির্ধারণ, বিশ্ব স্কাউট সংস্থার ফি প্রদান, স্কাউট সপ্তাহ পালন ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা  ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় নওগাঁ জেলা রোভারের সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক ড. মো আমিনুর রহমান –কে ৪র্থ জেলা রোভার মুট এর স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

নওগাঁ জেলা রোভারের সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক ড. মো আমিনুর রহমান এর সভাপতিত্বে সভায় নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মো. শরিফুল ইসলাম খান , নওগাঁ জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. আব্দুল মজিদ, সম্পাদক ইয়াকুব আলী নিশান সহ  বিভিন্ন কলেজ হতে আগত কার্য নির্বাহী কমিটির ২৫ জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/আরমান/এসএস