আকাশ রঞ্জনের ‘অতি কথা’
আপডেট: ২০১৬-০২-১৮ ১৭:২৪:২২
আজ রাত ৯.৫ মিনিটে আর.টিভিতে প্রচারিত হবে নাটক ‘অতি কথা’। কথায় আছে মুখে জয় মুখেই ক্ষয়। কথা দিয়ে মানুষের সাথে সম্পর্ক হয় আবার কথার কারনেই সম্পর্ক নষ্ট হয়। এর কারন অতি কথা।
কথায় আছে, মুখে জয় মুখেই ক্ষয়। কথা দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক হয় আবার কথার কারণেই সম্পর্ক নষ্ট হয়। এর কারণ- অতি কথা।
আমাদের সমাজে অনেক লোক আছেন যারা কাউকে খুশি করতে গিয়ে অতিরিক্ত কথা বলেন কিংবা নিজের পান্ডিত্য জাহির করার জন্য অতি কথা বলতে গিয়ে বিপদের সম্মুখিন হন।
আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘অতি কথা’ নাটকে এমনই এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির। নাটকটিতে আরও অভিনয় করেছেন অহনা, অলিউল হক রুমী, শফিক খান দিলু, সানজিদাসহ আরও অনেকে। নাটকটি বৃহস্পতিবার ৯টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
সানবিডি/ঢাকা/এসএস