নওগাঁয় রাইস মিলের চুরি যাওয়া ১১টি মিটারসহ ৪ চোর আটক
প্রকাশ: ২০১৬-০২-১৮ ১৮:৫৯:৫৩
রাইস মিলের চুরি যাওয়া ১৩টি মিটারের মধ্যে উদ্ধার হওয়া ১১টি মিটারসহ মুকুল (২০) ও সুজন আলী (২৩) নামে দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নওগাঁ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিয়া গ্রামের বরকত আলীর ছেলে মুকুল এবং মিলাইসন গ্রামের কামাল আলীর ছেলে সুজন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, মুহাম্মদ রাশিদুল হক, সদর সার্কেল মহসিন, পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসন এজিএম কমল কৃষ্ণ রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম, চালকল মালিক ফরহাদ হোসেন চকদার সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় গত ৭ ফেব্রুয়ারী ১২ টি রাইস মিল এবং একটি বরেন্দ্র সেচ প্রকল্পের মিটার চুরি হয়ে যায়। ৭ ফেব্রুয়ারীতে সদর থানায় ধারা ১৯১০ সালের বিদ্যুৎ আইনে ৪০(ক) রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুন নবীকে তদন্ত ভার দেয়া হয়। গত ১২ ফেব্রুয়ারী আন্তঃজেলা সংঘবন্ধ মিটার চুরি চক্রের সদস্য বগুড়া জেলার কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জিয়ারুল মোল্লা (২৬) এবং রনি নামে দুই চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যানুযায়ী এই দুজনকে আটক করে পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস