লুজারের শীর্ষে জেমিনি সি ফুডস
প্রকাশ: ২০১৬-০২-১৮ ১৯:৫২:৪৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে জেমিনি সি ফুডস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৪২ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ০৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৫৫৫ টাকা ১০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৫৬৮ বারে ১৬ হাজার ৮৭০টি শেয়ার লেনদেন হয়।
লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিবরা ইনভিউশনস লিমিটেড। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ৩৫ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার এদিন সর্বশেষ লেনদেন হয় ৪৩৭ টাকা ১০ পয়সা দরে। আজ ৩৭১ বারে কোম্পানিটির ৯ হাজার ৭৪৭টি শেয়ার লেনদেন হয়। লুজারের তৃতীয় স্থানে থাকা ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড ৬ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ১১ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, মডার্ন ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, এক্সিমব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইমপ্লয়িস প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, জিল বাংলা সুগার মিলস, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো