লোকসানে গেল প্রাইম ফাইন্যান্স, দেয়নি লভ্যাংশ

প্রকাশ: ২০১৬-০২-১৮ ২০:৫৯:৪৮


prime-financeলোকসানে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ফলে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত  হয়। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় প্রাইম ফাইন্যান্স।

কোম্পানির তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত (কনস্যুলেটেড) লোকসান করেছে ১ টাকা ৫৩ পয়সা। আর আলাদাভাবে (সেপারেট) লোকসান করেছে শেয়ার প্রতি ১ টাকা ৪৭ পয়সা। গত বছর শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) ছিল ১ টাকা ৫৯ টাকা এবং আলাদাভাবে (সেপারেটেড) ইপিএস ছিল ১ টাকা ৩৮ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা। সেপারেট হিসাবে এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৭৮ পয়সা। গত বছর যা ছিল যথাক্রমে ১৬ টাকা ৪৭ পয়সা ও ১৫ টাকা ৫০ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

সানবিডি/ঢাকা/আহো