প্রসিকিউটর মোহাম্মদ আলী বরখাস্ত
প্রকাশ: ২০১৬-০২-১৮ ২১:০৭:৪৯
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ‘শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের’ অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা থেকে প্রত্যাহার করে অফিস আদেশ জারি করেছিলেন চিফ প্রসিকিউটর। তাতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা পরিচালনার কাজে অংশ নেয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।
এরপর মোহাম্মদ আলীর বিষয়ে সব তথ্য জানিয়ে আইনমন্ত্রীর বরাবর চিঠি পাঠান বিরুদ্ধে চিফ প্রসিকিউটর। চিঠিতে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ময়মনসিংহের জাতীয় পার্টির সংসদ সদস্য হান্নানের মামলায় অনৈতিক ও অসদাচরণ করায় এ ধরনের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। এর আগেও মোহাম্মদ আলীর বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ উঠেছিল প্রসিকিউশন থেকে।
সানবিডি/ঢাকা/আহো