কুড়িল বিশ্বরোডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০১ ১৬:৪৯:০২
রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, স্কুটার চালানোর সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা বলেন, মিমের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটারটিকে কোন গাড়ি ধাক্কায় দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এ বিষয়ে কাজ করছে পুলিশ।
এএ