মধ্য আকাশে বলিউড তারকারা

প্রকাশ: ২০১৬-০২-১৮ ২২:১৮:২৫


shilpa-pic_102704সম্প্রতি একই বিমানে চড়ে ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। বিমানটির প্রথম শ্রেণির সব আসন রাখা হয়েছিল তাদের জন্য।

মধ্য আকাশে বিমানটি উঠার পর ছবি তুলতে ভুল করেনি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। সঙ্গে ছিল তার ব্যবসায়ী স্বামী রাজকুন্দ্রা।
সম্প্রতি ইনস্টাগ্রামে শিল্পা এবং রাজকুন্দ্রা তাদের ভ্রমণের ছবি পোস্ট করেন।

বিমানটিতে ছিলেন টাবু, হুমা কোরেশী, অনিল কাপুর, সঞ্জয় কাপুর ও তার স্ত্রী মাহিপ, সুনীল শেঠী এবং চাঙ্কি পাণ্ডে।  শিল্পা শেঠী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেন, ফার্স্ট ক্লাস সিটগুলো সব ফার্স্ট ক্লাস বন্ধুতে পূর্ণ। ইন্দোরে যাচ্ছি। অনেক মজা হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো