দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০১ ১৮:১৩:৫৮


ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেয় বাংলাদেশের বোলাররা। সকালে ৫৫ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। ফলে আগের দিন ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকা এক পর্যায়ে ২৯৮ হারায় ৮ম উইকেট।

কিন্তু এরপরে বাকি ২ উইকেটে আরও ৬৯ রান যোগ করে প্রোটিয়ান লোয়ার অর্ডার ব্যাটাররা। শেষ পর্যন্ত মিরাজের বলে অলিভিয়ের ফিরলে ৩৬৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ সর্বোচ্চ ৪ উইকেট নেন।

প্রথম দিন শেষে ৫৩ রানে অপরাজিত থাকা বাভুমা দ্বিতীয় দিনের শুরুতে একপ্রান্ত থেকে দেখেছেন জোড়া উইকেটের পতন।

তাতেও বিচলিত না হয়ে বরং ইনিংস লম্বা করার দিকেই বেশি মনযোগী ছিলেন দলটির ওয়ানডে অধিনায়ক। অর্ধশতক পেরিয়ে শতকের পথেই হাঁটছিলেন টেস্টে প্রোটিয়া সহকারী অধিনায়ক। তবে শতকের খুব কাছে গিয়ে থামতে হলো তাকে।

ব্যক্তিগত ৯৩ রানের মাথায় মিরাজের দুর্দান্ত ডেলিভারি আটকাতে পারেননি ব্যাট-প্যাড দিয়ে। বল গিয়ে সোজা ভেঙে দেয় স্টাম্প। ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বাভুমাকে।

বাভুমার বিদায়ের এক বল পর কেশব মহারাজকেও বিদায় নিতে হয়। ৪০ বলে ১৯ রান করা কেশবকে বোল্ড করে ফেরান এবাদত হোসেন। এর আগে পর পর দুই বলে কাইল ভেরেন্নে ও উইয়ান মাল্ডারকে ফেরান খালেদ আহমেদ।

শেষদিকে সাইমন হার্মারের অপরাজিত ৩৮ রানের পাশাপাশি দশ ও এগারো নাম্বার ব্যাটার লিজাড উইলিয়ামস ও ডুয়ান্নে অলিভিয়েরের ১২ রান দক্ষিণ আফ্রিকাকে ভালো স্কোর এনে দেয়।

দক্ষিণ আফ্রিকার পক্ষে বাভুমা ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন ডিন এলগার। প্রোটিয়ান টেস্ট অধিনায়ক করেন ৬৭ রান। এছাড়াও সারে এরভি করেন ৪১ রান।

বাংলাদেশের পক্ষে খালেদ ৮৪ রানে নেন ৪ উইকেট। এছাড়াও মেহেদী মিরাজ নেন ৩টি উইকেট। এবাদত শিকার করেন ২ উইকেট।

এএ