সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০২ ১০:৪৩:৫৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের দর বেড়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৯ কোটি ১ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ লাখ ৮৫ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৩.১৯ শতাংশ, ফরচুন সুজের ১২.৮০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১২.৬৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২.৪০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স-১ম মিউচুয়াল ফান্ডের ১২.০৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ১১.৮১ শতাংশ ও পেপার প্রসেসিংয়ের ১০.৬৯ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস