হিলিতে কমতির দিকে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০২ ১৫:২৫:৫১


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এ সপ্তাহের শুরুতে উল্লেখযোগ্য পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে। এতে পর্যাপ্ত সরবরাহ থাকায় বন্দরের পাইকারি ও খুচরা বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

জানা গেছে , দুদিন আগে বন্দরে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ১৮-২০ টাকায় বিক্রি হয়। বর্তমানে তা ১৪-১৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজের দাম আগে ২৮-৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী বাবলুর রহমান বলেন, নতুন করে আবারো পেঁয়াজ আমদানির অনুমতি ও সময়সীমা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সে মোতাবেক আমরা আইপি পেয়ে এলসিও খুলেছি। কিন্তু বর্তমানে গুদামে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ রয়েছে। কিন্তু মোকামে চাহিদা নেই। এখন দাম কমায় বিক্রিও বাড়ছে। এতে সরবরাহ কমে গেলে নতুন করে আমদানি করা হবে।

সানবিডি/এনজে