মিরাজকে নিয়ে লড়ে যাচ্ছেন শতক হাঁকানো জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০২ ১৮:৫৬:১২
ডারবান টেস্টে বাংলাদেশের পক্ষে একাই লড়ে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়। এক প্রান্তে উইকেট গেলেও ক্যারিয়ারের প্রথম শতক তুলে টাইগারদের হয়ে লড়ে যাচ্ছেন এই ওপেনার। এই মুহূর্তে তার সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ২৫৭ রান নিয়ে টি’তে গেছে। জয় সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন ১০৬ রানে। তার সঙ্গে ২৪ রান নিয়ে মাঠে আছেন মেহেদী হাসান মিরাজ। এই দুই ব্যাটার ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।
এর আগে তৃতীয় দিন সকালে মাত্র ৪ বল খেলেই বিদায় নেন নাইটওয়াচম্যান তাসকিন। লিজাড উইলিয়ামসের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরার আগে করতে পারেন মাত্র ১ রান।
তাসকিনের বিদায়ের পর মাঠে নেমেই প্রতি আক্রমণ শুরু করেন লিটন। তিন চারে ২৪ বলে করে ফেলেন ১৬ রান। এরপরই লিজাড উইলিয়ামসের বলে স্লিপে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। তবে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মিস করায় বেঁচে যান লিটন।
এরপর অবশ্য সাবধানী ক্রিকেট খেলতে থাকেন লিটন। অপর প্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন জয়। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাতেও ব্যাট হাতে সফল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটার। সাইমন হার্মারকে স্ট্রেটে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন জয়। এরপরে হার্মারকে বড় এক ছয়ও হাঁকান জয়।
লাঞ্চে যাওয়ার আগে ৮২ রানের জুটি গড়েন লিটন-জয়। তবে লাঞ্চের পর মাঠে নেমেই উইলিয়ামসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন ৪১ রান করা লিটন। এরপর মাঠে নামা ইয়াসিরও ভালো খেলছিলেন। তবে জয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২২ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন এই ব্যাটার।
লিটন-জয় ফিরলেও ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়ে মাঠে আছেন জয়। ২৬৯ বলে ১০ চার ও ১ ছয়ে শতক পূর্ণ করেন এই ব্যাটার।
এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দলের পক্ষে জয় ও নাজমুল হাসান শান্ত ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হোন। শান্ত করেন ৩৮ রান।
শেষ বিকালে ৩ উইকেট তুলে নিয়ে টাইগারদের চাপে ফেলেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। সাত বছর পর দলে এসে মাত্র ৪২ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন হার্মার।
নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পক্ষে টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭ রান করেন।
এএ