জবিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

প্রকাশ: ২০১৬-০২-১৯ ১৮:৫০:৩৫


pressclun journalist picture 2জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সর্বস্তরের সংবাদ কর্মীরা।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাংবাদিক কাজী মোবারক হোসেন এবং ইমরান আহমেদ অপু’র উপর  বর্বরোচিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তদন্তের মাধ্যমে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

মাবনবন্ধনে বক্তারা আরো বলেন, গত সোমবার জবিতে দুই সাংবাদিকের উপর হামলা করে ইমরান বিশ্বাস সহ পাঁচজন ছাত্রলীগ কর্মী।তবে সাংবাদিকদের কাছে ছাত্রলীগের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংগঠনের কয়েকজন সিনিয়র নেতা। কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইমরান বিশ্বাস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নিয়মিত কর্মী।

pressclub journalist news picture 3মানববন্ধনে সংহতি জানিয়ে জবি সাংবাদিক সমিতির সভাপতি বাংলামেইল টোয়েন্টিফোর ডট কমের সাংবাদিক ইমরান আহমেদ অপু বলেন, গত কয়েক বছরে জবিতে প্রায় অর্ধশত সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।তাদের মধ্যে বিচার পেয়েছেন মাত্র দুই জন সাংবাদিক। বিচারহীনতার ফলে সাংবাদিকদের উপর হামলাকে উসকে দিতে পারে।

জবিসাসের সাধারন সম্পাদক মনিরুজ্জামান বলেন, গণমাধ্যমস্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪২ তম।৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত জাতিতে পরিণত করতে গণমাধ্যম স্বাধীনতা সূচক ২০ এর মধ্যে নামিয়ে নিয়ে আসতে হবে।

এদিকে হামলার ঘটনার সাথে জড়িত ইমরান বিশ্বাসকে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক বহিষ্কার করেছে। ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ