৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৩ ১২:৩৭:২০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, রবি আজিয়াটা, শাহজালাল ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৬ এপ্রিল, বুধবার কোম্পানি ৩টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ৪ ও ৫ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানি ৩টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৬ এপ্রিল, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস