৩০ শতাংশ কমার আশঙ্কা রাশিয়ান ইস্পাতের চাহিদা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৩ ১৪:০০:৫১


চলতি ২০২২ বছর রাশিয়ান ইস্পাতের চাহিদা ৩০ শতাংশ বা ১ কোটি  ৩০ লাখ টন কমার আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ান স্টিলমেকারস অ্যাসোসিয়েশন রুসকায়া স্টল দেশটির উপপ্রধানমন্ত্রীকে এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটের দেয়া তথ্যানুযায়ী, রাশিয়ার লৌহ গঠিত ধাতব উৎপাদক প্রতিষ্ঠানগুলোয় ইস্পাতের চাহিদা লক্ষণীয় মাত্রায় কমছে। এটি সবচেয়ে বেশি প্রভাব ফেলছে অটোমোবাইল শিল্পে। এরই মধ্যে দেশটির আটটি কার প্লান্ট নিষ্ক্রিয় হয়ে পড়েছে। চলতি বছর কার তৈরির পরিমাণ কমে অর্ধেকে নেমে আসতে পারে।

যদিও রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আগে দেশটির ইস্পাতের চাহিদা কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। রাশিয়ার শীর্ষ ইস্পাত উৎপাদক প্রতিষ্ঠানগুলো ২-৩ শতাংশ চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি তখন চাহিদা বাড়াতে সহায়তা করছিল বলে জানান বাজার বিশ্লেষকরা।

তথ্য বলছে, রাশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক অপারেটর রাশিয়ান রেলওয়েজ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১১ দশমিক ৭, তৃতীয় প্রান্তিকে ১৮ ও চতুর্থ প্রান্তিকে ২০ শতাংশ রেলওয়ে পরিবহন শুল্ক নির্ধারণের পরিকল্পনা করছে।

উপপ্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে রুসকায়া স্টল অব্যাহতভাবে শুল্ক বৃদ্ধি বন্ধের অনুরোধ জানায়। তবে রাশিয়ান রেলওয়েজের মুখপাত্র বলেন, শুল্ক বাড়ানোর কোনো ঘোষণা এখনো দেয়া হয়নি।

সানবিডি/এনজে