ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৩ ১৫:৪২:১৮


পবিত্র রমজান ও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির ৪২ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ টাকার। দ্বিতীয় সবচেয়ে বেশি লেনদেন হয়েছেশাহজালাল ইসলামী ব্যাংকের ৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকার।

এছাড়া,  ব্লক মার্কেটে  উত্তরা ব্যাংকের ২ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকার, মার্কেনটাইল ব্যাংকের ১ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১৬ লাখ ৮৮ হাজার টাকার, সোনালী পেপারের ৮৫ লাখ ৩৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮৩ লাখ ৬১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭১ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৬৫ লাখ ৫ হাজার টাকার, বিডিকমের ৬০ লাখ ৩০ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৬০ লাখ টাকার, মারিকোর ৫৮ লাখ ৬২ হাজার টাকার, রহিমা ফুডের ৩৩ লাখ ৪০ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ২৯ লাখ ৮৩ হাজার টাকার, বিডি ল্যাম্পের ১৯ লাখ ৩৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৬ লাখ ৬৫ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১২ লাখ ৮৯ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১২ লাখ ৪৭ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১১ লাখ ৩৬ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১০ লাখ ৪৫ হাজার টাকার, ইমাম বাটনের ৯ লাখ ১৭ হাজার টাকার, সী-পার্লের ৭ লাখ ৭১ হাজার টাকার, ইস্টার্ন ক্যাবলের ৫ লাখ ৫৬ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লাখ ৩৩ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ৫ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস