ময়মনসিংহে রমজানের ফ্রি হাট কর্মসূচির উদ্বোধন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-০৩ ১৭:০৯:৪৫
রমজান মাস উপলক্ষে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি হাট কর্মসূচি। রোববার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি পাম্পে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী ফ্রি হাট কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জেসমিন, আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক, ফাউন্ডেশনের কর্মকর্তা হাবিবুল্লাহ সুমনসহ অন্যরা।
এখান থেকে বিনামূল্যে নিম্ন আয়ের মানুষকে ১ হাজার ২০০ টাকা মূল্যমানের মাছ, মাংস, চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন সবজিসহ ইফতার সামগ্রী দেয়া হচ্ছে। রমাজান মাসের প্রতি রোববার এই হাট বসবে। প্রথমদিনে ৩০০ জনকে এসব পণ্য সামগ্রী দেয়া হবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক পবিত্র রমজানের শুরুতেই এই ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণের জন্য ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এএ