এনসিসি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে রেমিটেন্স চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৩ ১৯:৫৩:৪০
প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স আরো দ্রুত ও নিরাপদে প্রাপকের হাতে তুলে দেয়ার লক্ষ্যে এনসিসি ব্যাংক লিঃ সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে একটি চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশব্যাপী বিস্তৃত ৩৮৩টি শাখা হতে গ্রাহকদের রেমিটেন্স এর অর্থ প্রদান করতে পারবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ রইছউল আলম মন্ডল এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর
এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মোঃ মাহ্ফুজুর রহমান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও ঢাকা করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ লুৎফর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, দ্রুততম ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক নিজস্ব ১২৫টি শাখা এবং ৬টি উপ-শাখার পাশাপাশি টিএমএসএস এর ৯০০টি শাখা, কর্মসংস্থান ব্যাংকের ২৫৬ শাখা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২৫০টি শাখা, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৮৯টি শাখার মাধ্যমে রেমিটেন্স এর অর্থ প্রদান করছে।
এএ