দশমিক ৭৯ শতাংশ কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-০৪ ০৯:১৭:৩৭
মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে ফিউচারস মার্কেটে। প্রতিদ্বন্দ্বী পণ্য সয়াবিন তেলের দাম কমায় নিম্নমুখী হয়ে ওঠে পাম অয়েলের বাজার। এছাড়া মার্চে ঊর্ধ্বমুখী রফতানিকেও দাম কমার পেছনে দায়ী করা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।
এ ব্যাপারে তথ্য, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুনে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম ৪৫ রিঙ্গিত বা দশমিক ৭৯ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৬৬০ রিঙ্গিত বা ১ হাজার ৩৪৪ ডলার ৪২ সেন্টে। এ নিয়ে তিন কার্যদিবসে বাজার আদর্শটির দাম কমল।
পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায়, মার্চে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ৬ দশমিক ৭ থেকে ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে চীন ও ভারতের বাজারে সর্বাধিক পাম অয়েল রফতানি করা হয়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে একদিনের ব্যবধানে প্রায় ৩ শতাংশ কমেছে সয়াবিন তেলের দাম। চলতি বছর যুক্তরাষ্ট্রে সয়াবিন উৎপাদন রেকর্ড পর্যায়ে পৌঁছার পূর্বাভাস প্রকাশের পরই পণ্যটির দাম কমেছে। মার্কিন কৃষি বিভাগ (্ইউএসডিএ) এ পূর্বাভাস দেয়।
এদিকে ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি দশমিক ৩ শতাংশ কমেছে। পাম অয়েলের কমেছে ১ দশমিক ৫ শতাংশ। সম্প্রতি রাশিয়া জানায়, দেশটি সূর্যমুখী তেল রফতানি বন্ধ করে দেবে। আগস্ট পর্যন্ত রফতানি বন্ধ থাকবে। অন্যদিকে স্থানীয় বাজারে সংকট কমাতে রফতানি শুল্কও আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সানবিডি/এনজে