চকবাজারে টিনের গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৪ ০৯:৪৪:৩২


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে টিনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট মিলে ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, পুরান ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের পাশে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

সানবিডি/এনজে