ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৪ ১৬:৩৫:৩২
ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেশটির দক্ষিণাঞ্চলের আনাদেন কাউন্টিতে অবস্থিত কারাগারটিতে রোববার (৩ এপ্রিল) এ সংঘাত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারাগারের ভেতরে দুই গ্যাং এর মধ্যে দ্বন্দ্বের জেরে এই হতাহতের ঘটনা। মূলত গ্যাং সদস্যরা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।
সংঘাতের পরে প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। দেশটিতে গেলো বছর মদককেন্দ্রিক সংঘাতে মারা গেছে তিন শতাধিক মানুষ।