তিন মাসে দেশে ডায়রিয়ায় আক্রান্ত সাড়ে তিন লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৪ ২০:২০:২৪
রাজধানীসহ সারাদেশে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত তিন মাসে দেশে সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী, রাজধানীতে গড়ে প্রতিদিন দু’জন ডায়রিয়ায় মারা যায়।
আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী, রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা, শনিরআখড়া, মানিকনগর, উত্তরার ১০ নম্বর সেক্টর, উত্তরখান, দক্ষিণখান, কড়াইল, মোহাম্মদপুর, মিরপুরে ডায়রিয়ার প্রকোপ বেশি। গবেষকেরা বলছেন, পানি ও বায়ু দূষণের কারণে ঢাকাসহ সারাদেশে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, পানির কারণে ঢাকার পরে বরিশালে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ঢাকার পানি দূষণ রোধে স্বাস্থ্য অধিদফতর থেকে ওয়াসাকে চিঠি পাঠানো হয়েছে। ডায়রিয়া মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য অধিদফতরের। তবে বিশুদ্ধ পানি ছাড়া সব কার্যক্রম বিফল হবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।
এএ