ভারতে বাড়তির দিকে মূল্যবান ধাতু স্বর্ণের চাহিদা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৫ ১৫:০০:৪১
ভারতে বর্তমানে চলা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ীরা স্বর্ণের ওপর আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছেন। ফলে বেড়ে গিয়েছে মূল্যবান ধাতুটির চাহিদা। খবর ফাইন্যান্সিয়াল পোস্ট।
এ সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ভারতে গুড়ি পাদওয়া নামে একটি উৎসব পালিত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এটি উগাড়ি নামেও পরিচিত। উৎসবকে ঘিরে স্বর্ণ বেচাকেনা ব্যাপক হারে বেড়েছে। আসন্ন মাসগুলোয় আরো কয়েকটি উৎসব অনুষ্ঠিত হবে। ফলে চাহিদা ঊর্ধ্বমুখীই থাকবে। তবে চাহিদা বাড়লেও মূল্যছাড়েই স্বর্ণ বিক্রি করছেন ব্যবসায়ীরা। চলতি সপ্তাহের শুরুর দিকে স্থানীয় বাজারে স্বর্ণের দাম এক মাসের সর্বনিম্নে নেমে যায়।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ভারতীয় আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামসুন্দরাম পিআর বলেন, চলতি উৎসব মৌসুমে খুচরা বাজারে ঊর্ধ্বমুখী থাকবে স্বর্ণের চাহিদা। যদিও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বাজার পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
রিদ্দিসিদ্ধি বুলিয়নসের পরিচালক মুকেশ কোঠারি বলেন, বর্তমানে স্বর্ণালংকারের চাহিদায় কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা দিয়েছে। তবে ভালো পরিমাণ মূল্যছাড়ে স্বর্ণ বিক্রি হচ্ছে। ডিলাররা প্রতি আউন্সে ৩৫ ডলার করে মূল্যছাড় দিচ্ছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে স্বর্ণ আমদানিতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছে ভারত। এ সময় দেশটি ২০২০ সালের তুলনায় দ্বিগুণ বেশি স্বর্ণ কিনেছে। মূল্যবান ধাতুটির দাম কমায় পাইকারি ক্রেতারা সুবিধা পেয়েছেন।
সানবিডি/ এনজে