আমার বাসার পানিতেও গন্ধ আছে: ওয়াসা এমডি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৫ ১৫:৫৪:১৭
ঢাকা শহরের পানির গুণাগুণের ব্যাপারে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, আমার নিজের বাসার পানিতেও গন্ধ আছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নগরবাসীর চাহিদা-ঢাকা ওয়াসার সক্ষমতা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।
ওয়াসার এমডি জানান, আমাদের ৫ থেকে ১০ শতাংশ জায়গার মধ্যে পাইপ ফাটা থাকে। যখনই অভিযোগ পাই সঙ্গে সঙ্গে আমরা তা ঠিক করে দেই। তারপরও কিছু জায়গায় সমস্যা হয়। নয়াপল্টনে আমার নিজের বাসার পানিতেও গন্ধ আছে।
তিনি বলেন, আইসিডিডিআর,বি’র তথ্য অনুযায়ী ডায়রিয়াপ্রবণ এলাকার পানি ৩ ধাপে পরীক্ষা করেও জীবাণু পাওয়া যায়নি। অপরিকল্পিত নগরীতে সঠিক পানি ব্যবস্থাপনা কঠিন।