ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-০৬ ১৬:২৩:০১


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্ভাব্য তারিখগুলো হলো- ‘গ’ ইউনিটের পরীক্ষা ৩ জুন, ‘খ’ ইউনিটের পরীক্ষা ৪ জুন, ‘ক’ ইউনিটের পরীক্ষা ১০ জুন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ১১ জুন এবং ‘চ’ ইউনিটের পরীক্ষা ১৭ জুন। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মাহবুব হাসান।

সভা সূত্রে জানা যায়, এ বছরও শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ফি জমা নেওয়া শুরু হবে ২০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১০ মে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৮ থাকতে হবে। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে। একইভাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।

এএ