ইউপি নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে বিএনপি
আপডেট: ২০১৬-০২-২০ ১০:২৮:২৯
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠক শেষে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠকে জামায়াতে ইসলামীর কেউ উপস্থিত ছিলেন না।
মির্জা ফখরুল বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপি জোট অংশ নিয়েছে। নির্বাচনে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এবং জোটের মধ্যে সমন্বয় করে নির্বাচনে অংশগ্রহণ করবে।
বিএনপিসহ জোটের শরিকরা শিগগিরই নির্বাচনী প্রচারণায় অংশ নেবে বলেও জানান তিনি।
আসন্ন ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি, ইউপি নির্বাচনের ফলাফল কী হবে। অতীতে দেখেছি সরকার নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তারপরও জনগণের কাছে যাওয়ার জন্যেই নির্বাচনে অংশ নিচ্ছি। আজ (শুক্রবার) থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাকে ভিত্তিহীন দাবি করে মির্জা ফখরুল এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরিকদের ছাড় দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে এক প্রশ্নের জবাবে জানান জোটের এই সমন্বয়ক। তিনি বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে জোট কোনো সিদ্ধান্তে আসেনি। চূড়ান্ত হলে পরে জানিয়ে দেওয়া হবে।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) ঢাকা মহানগর নগর সাধারণ সম্পাদক শহীদুন্নবী ডাবলু, ইসলামী ঐক্য জোটের (একাংশ) মহাসচিব মাওলানা আবদুল করিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল মতিন সাঈদ, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হজামদুল্লাহ আল মেহেদেী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মুফতি ওয়াক্কাস উপস্থিত ছিলেন।
এবার মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।