চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দিল রিয়াল, বেনজেমার হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৭ ১০:৪৬:৩১
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন করিম বেনজেমা। প্রথমে সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজি’র হৃদয় ভেঙেছেন তিনি। বিদায় করে দিয়েছেন আসর থেকে। এরপর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে হ্যাটট্রিক করে মাঠ মাতিয়েছেন।
তার জোড়া হেড ও গোলরক্ষকের ভুলে পাওয়া গোলে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে লন্ডনে উপস্থিত লস ব্লাঙ্কোস ভক্তরা গানে গানে করিম বেনজেমা স্তুতি করেছেন। ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন কার্লো আনচেলত্তি ও ইকার ক্যাসিয়াস।
রিয়াল কোচ কার্লো বলেন, ‘করিম বেনজেমার মধ্যে কী পরিবর্তন এসেছে? ওর নেতৃত্বগুন। এখন ও (বেনজেমা) দলের জন্য নেতার চেয়েও বেশি কিছু। প্রতিদিন নিজেকে আরও আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করছে সে। প্রতিদিন সে পূর্বের চেয়েও ভালো হয়ে উঠছে।’
সানবিডি/এনজে