দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৭ ১৫:০৫:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩৫ বারে ১ হাজার ৩৮০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ৫৮৬ বারে ৬ লাখ ৯২ হাজার ৫৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি ৬৪১ বারে ৭২  হাজার ৫৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হা-ওয়েল টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৩.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৪৩ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২.৩৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.২৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলসের ২.১০ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ২.০৩ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস